বাউফলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে হোটেলে সীলগালা

 বাউফলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে হোটেলে সীলগালা

মোঃ দেলোয়ার হোসেন বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌর শহরের প্রাণ কেন্দ্রে হাসপাতাল রোড আল আমিন নামের একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে সীলগালা করে দেয়া হয়েছে।  আজ রবিবার দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজেদুর রহমান থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে হোটেলটি সীলগালা করে দেন।
এসময় অসামাজি কর্মকান্ডে লিপ্ত থাকার দায়ে এক খদ্দেরের (৩৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং এক নারী যৌনকর্মীকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। অভিযানের সময় হোটের মালিক জাহাঙ্গির হোসেনের ছেলে রনি পালিয়ে যায়। পরে হোটেলের মূল ফটক সীলগালা করে দেয়া হয়। আইনশৃঙ্গলা বাহিনী ইতিপূর্বে এ হোটেলে অসামাজিক কর্মকান্ডের অভিযোগে একাধিকবার অভিযান চালায় এবং মালিককে সতর্ক করে দেয়। হোটেলটি সীলগালা করায় স্থানীয় লোকজন স্বস্তি পেয়েছেন।
রনির সরকারি প্রতিষ্ঠান বাউফল উপজেলা আওয়মিলীগের সভাপতি,সরকারি কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম ফিরোজ এমপি’র একটি সরকারি সভা থেকে রান দা সহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খেটেছিল।